ছাত্রলীগ কর্মী অভিষেক হত্যা : ৮ জনের বিরুদ্ধে মামলা - সময় আমাদের ২৪

Latest

রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

ছাত্রলীগ কর্মী অভিষেক হত্যা : ৮ জনের বিরুদ্ধে মামলা

ছাত্রলীগ কর্মী অভিষেক হত্যা : ৮ জনের বিরুদ্ধে মামলা
সময় ডেস্ক : নিজ দল ছাত্রলীগের দুষ্কৃতকারীদের হাতে নির্মমভাবে খুন হোন অভিষেক দে দ্বীপ। সিলেট নগরীর টিলাগড়ে স্বরস্বতী পূজার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে নিহত হন তিনি। হত্যা ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিহতের বাবা দীপক দে বাদি হয়ে শাহপরান (র.) থানায় এ মামলা (নং-৫(০২)২০২০) দায়ের করেন।

শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় আটক ছাত্রলীগ কর্মী সৈকতকে প্রধান করে ৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

নিহত অভিষেক দে দীপ (১৮) নগরীর শিবগঞ্জ গ্রীণহিল এস্টেট কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং শিবগঞ্জ সাদিপুর এলাকার দিপক দে’র একমাত্র ছেলে। তারা টিলাগড় সাদিপুর ২নং বাসার ৫তলায় ভাড়া বাসায় থাকতেন।

দ্বীপ টিলাগড়ের আওয়ামী লীগ নেতা রনজিত গ্রুপের অনুসারী ছিলেন। হামলাকারী সৈকতও একই গ্রুপের অনুসারী বলে জানা গেছে। ঘটনার পর সৈকতকে চিকিৎসাধীন অবস্থায় আটক দেখায় পুলিশ।

ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের আটকে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

উল্লেখ্য : বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে টিলাগড়ে ছাত্রলীগকর্মী সৈকতের নেতৃত্বে অভিষেক দে দ্বীপকে ছুরিকাঘাত করে খুন করা হয়। প্রতিপক্ষ গ্রুপের সৈকতের নেতৃত্বে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা দ্বীপকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন